অনেকটা ক্ষুধা আছে, রূচি নাই এমন!

 প্রতিটা রিলেশনে এমন একটা সময় আসে যখন সম্পর্কটা খুব বেশি সাদা সিধে লাগে। কথা বলতে হবে তাই বলা,মিশতে হবে তাই মেশা। 


অনেকটা ক্ষুধা আছে, রূচি নাই এমন! 


এই সিচুয়েশনটা সম্পর্কের অবসান ঘটায় না বরং মনে করিয়ে দেয় সম্পর্কে কিছুটা অক্সিজেন প্রয়োজন। 


কিছু মানুষ আমরা এই সময় উল্টো কাজটা করি। মানুষটার সাথে দূরত্ব বাড়িয়ে দেই, নিজেকে সময় দিতে তাকে একা করে দেই। 


সেই মানুষটাও বার বার কাছে আসতে যেয়ে বিরক্তির কারন হয়ে নিজেকে এক সময় গুটিয়ে নেয় তোমার কাছ থেকে।



এই সময়টাই বড্ড ভুল সময়। চুম্বকেরও একটা নির্দিষ্ট সীমানা থাকে যেটকুতে সে কাছে টানে। এই সীমানার বাইরে চলে গেলে ফিরে আসার সুযোগ হয়না। সে সুযোগে হয়ত টেনে নেয় অন্য কেউ! 


সেই টানটাই বা কদিনের? একদিন আবার সেই সাদা মাটা তাই তো?  


তারচেয়ে বরং অক্সিজেনের অভাবটা বুঝুন, সীমানার কিনারায় গিয়ে ফিরে আসুন। কথায় কথায় বিরক্তি লাগা,সব কিছু পানসে ভাবা,এটা একটা অসুখ। এই অসুখের রোগী আপনি, সে না।


যতটা কৌশলে তাকে সরিয়ে দিচ্ছেন ততটা কৌশলে নিজেকে সুস্থ করুন। যতটা বিরক্তি আসবে ততটা শক্ত করে করে জড়িয়ে ধরুন। এক্সাইটমেন্ট জীবনে আসবে- যাবে,কিন্তু অবহেলায় হারিয়ে ফেলা মানুষটাকে আর খুঁজে পাওয়া যাবেনা! 


~ আশিকুর রহমান

Comments

Popular posts from this blog

কারো জন্য কারো জীবন থেমে থাকে না কথাটি সত্য নয়।

ভালো মানুষের কদর নাই?

Blogger App এসে গেছে!