নাস্তিক কে?

বাংলাদেশের নাস্তিকরা সব সময় দেখবেন বিজ্ঞান বিজ্ঞান করে। 

অথচ বুয়েট,চুয়েট কিংবা কোন মেডিকেল কলেজে আপনি বঙ্গীয় নাস্তিকদের মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাবেন না।

বঙ্গীয় নাস্তিকদের ৯৮% লোকের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মানবিক শাখা। নাট্যকলা,চিত্রকলা,সঙ্গীত হচ্ছে এদের একাডেমিক শাখা। 



মানুষ ল্যাবে বসে বিজ্ঞান চর্চা করে।

আর বঙ্গীয় নাস্তিকরা থিয়েটার,কলাভবন আর শাহবাগে বসে গঞ্জিকা সেবন করতে করতে বিজ্ঞান চর্চা করে।

আরজ আলী মাতব্বর এদের আইন্সটাইন, হুমায়ুন আযাদ এদের নিউটন,তসলিমা নাসরিন এদের ম্যারি কুরী।


©হিমু

Comments

Popular posts from this blog

কারো জন্য কারো জীবন থেমে থাকে না কথাটি সত্য নয়।

Blogger App এসে গেছে!