প্রেম😍 ও ভালোবাসা🥰

আমরা যদিও ২০২১ সালে এসে প্রেম আর ভালোবাসার মাঝে তফাৎ টায় হারিয়ে দিয়েছি😕 

তবুও The free Encyclopedia থেকে ২১শতক এর বুদ্ধিজীবীদের জন্য প্রেম ও ভালোবাসার সংজ্ঞা: 

প্রেম:
প্রেম হল অন্য কোন ব্যক্তির প্রতি কোন ভালোবাসার অনুভূতি, বা কোন দৃঢ় আকর্ষণ, এবং এসকল বিষয়ের ফলে সৃষ্ট আবেগ-অনুভূতি প্রকাশের উদ্দেশ্যে কোন ব্যক্তি কর্তৃক বিয়ের নিমিত্তে বিবাহপূর্ব সম্পর্ক গঠনকারী আচরণাবলি প্রকাশের পদক্ষেপ গ্রহণ করা।

ভালোবাসা:
ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা।
বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা।  

আশা করছি এবার, প্রেম ও ভালোবাসার তফাৎ টা clear হয়েছে🙂
article collected by shahadat
Source of Info Wikipedia 


Comments

Popular posts from this blog

নাস্তিক কে?

কারো জন্য কারো জীবন থেমে থাকে না কথাটি সত্য নয়।

Blogger App এসে গেছে!