অনার্স ১ম বর্ষ(২০২১-২২) ভর্তি বিজ্ঞপ্তি বিস্তারিত!

অনার্স ১ম বর্ষ(২০২১-২২) ভর্তি বিজ্ঞপ্তি

ক) অনার্স প্রথম বর্ষ ২০২১-২২ শিক্ষা বর্ষের ভর্তির প্রাথমিক আবেদন শুর হবে ২২ মে থেকে এবং আবেদনের শেষ তারিখ ০৯ জুন রা ১২ টা পর্যন্ত। 
 
খ) আবেদন করতে যা যা দরকার-
১. এসএসসি ও এইচএসসির রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার।
২. সচল মোবাইল নম্বর 
৩. পাসপোর্ট সাইজ এক কপি ছবি
৪. আবেদন ফি ২৫০ টাকা
৫. দোকানদারের ফি ৫০/১০০ টাকা (কম্পিউটার ফি)

গ) আবেদন করতে সর্বনিম্ন কত পয়েন্ট লাগবে?
সাইন্স- SSC 3.50 & HSC 3.50
ব্যবসায় - SSC 3.50 & HSC 3.50
মানবিক- SSC 3.50 & HSC 3.00 

ঘ) একজন ছাত্রছাত্রী কয়টি কলেজে আবেদন করতে পারবে? 
১)একজন ছাত্রছাত্রী প্রথমিক পর্যায়ে একটি কলেজে আবেদন করতে পারবে এবং আবেদনের প্রথম পর্যায়ে কোন কলেজে চান্স না পেলে সে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করবে। কোন স্টুডেন্ট দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে সে প্রথম রিলিজ স্লিপের মাধ্যমে ৫ টি কলেজে আবেদন করতে পারবে। কোন ছাত্রছাত্রী প্রথম রিলিজ স্লিপে কোন কলেজে চান্স না পেলে দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে ৭ টি কলেজে আবেদন করতে পারবে।
আবেদন এরপরে ছাত্রছাত্রীদের করণীয় কাজ হলো আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে আবেদনের প্রিন্ট কপি ও ২৫০ টাকা ফ্রি বাবদ স্ব-শরীরে ১১ ই জুনের মধ্যে জমা দিবেন।
আবেদন এর প্রিন্ট কপি ও ফি কলেজে জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে। 


#mdshahadath319 #nu #admission

Comments

Popular posts from this blog

কারো জন্য কারো জীবন থেমে থাকে না কথাটি সত্য নয়।

ভালো মানুষের কদর নাই?

Blogger App এসে গেছে!