মেঘ বন্ধু
মেঘ বন্ধু
সুজন আলী
প্রকৃতির অপরূপ সৃষ্টি,
শ্রাবণ মাসের বৃষ্টি।
বুক ভরা তরঙ্গিণী, ভরা প্রাণ বৃক্ষরজনী,
হরিৎ ভরা মাঠ,নৌকা ভরা ঘাট,
পদ্ম ভরা ঝিল,নৌকা ভরা জাল,
করেছে মদীয় ইন্দ্রজাল।
গর্জনে -গর্জনে বিদ্যুৎ চমকে,
ছোট্ট শিশুর কোমল হৃদয় ভরে ক্রন্দনে।
জড়িয়ে ধরে মাকে,
বক্ষে লুকায় ভয়ে।
মেঘ বলে,ভয় করণা হে-মানুষ্যজাতি
ফলিবে শস্য, করিবে আহার
ক্ষতি করিণা আমি, করি উপকার।
আমার বর্ষণ ,আনন্দ পাই শিশু মন
মায়ের আঁচলে উঁকি দেই সারাক্ষণ।
মা বলে বৃষ্টি ভেজা মানা,
তবু দিতে পারলাম না বন্ধুত্বের সারা।
[সংগৃহীত]
Comments