ভালোবাসার অনুভূতি🥀🖤
ভালোবাসা এমন একটা অনুভূতি যা মানুষকে বেহায়া,নির্লজ্জ, অপরাধী বানানোর ক্ষমতা রাখে।
আত্মসম্মান কার না থাকে?
সবারই নিজস্ব আত্মসম্মানবোধ রয়েছে কিন্তু তবুও ভালোবাসার মানুষটার কাছে বার বার কথা বলার জন্য বেহায়ার পদবি গ্রহণ করে পারে। সেই মানুষটির কাছে তার কোনো মূল্য নেই জেনেও বিপরীতমুখী মানুষটাকে বার বার গুরুত্বের শীর্ষে রাখতে জানে। তুচ্ছ কারণে ভালোবাসার মানুষ টি চলে যেতে চাইলে হাজার বার হাতে পায়ে পরতে পারে। কোনো অপরাধ না করেও হারিয়ে ফেলার ভয়ে অনায়াসে ক্ষমা চাইতে পারে। বার বার অবহেলা, অপমান পেয়ে ফিরে আসতে গিয়েও সব সহ্য করে থেকে যেতে পারে।
কেউ সখ করে কারো কাছে মাথা নত করতে চায় না, কারো হাতে পায়ে পরতে চায় না।ভালোবাসা মানুষকে দিয়ে এই সব কিছু করিয়ে নেয়।ভালোবাসা মানুষকে কতই না নির্লজ্জ বানাতে পারে!
Comments