সমবয়সী সম্পর্ক🖤

সমবয়সী সম্পর্ক!!
Same Age Relationship ব্যাপারটাকে সবাই পজিটিভ ভাবে নেবার চেয়ে সবাই নেগেটিভ ভাবে আগে নেয়।
Same Age Relationship কথাটি শুনলে সবার আগে যে চিন্তাটি মাথায়
আসে,"এ রিলেশনের কোনাে ভবিষ্যৎ নেয়।"
কিন্তু Same Age relationship গুলাে অনেক সুন্দর হয় কারণ একে
অপরকে বুঝতে যেমন সুবিধা হয়, তেমনিই যত তাড়াতাড়ি ঝগড়া বাধে
আর ঠিক তত তাড়াতাড়ি মিল হয়ে যায়।
আবার Same Age Relationship মানে,
একসাথে পাশাপাশি হেঁটে দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসির
মাধ্যমে একটি অসম্ভব সুন্দর মুহূর্ত তৈরি করা।এখানে রােমাঞ্চকর মুহূর্তগুলােই বেশি থাকে।
আবার অনেকে বলে ছেলের বয়স মেয়েটির বয়স থেকে বেশি হলে
ছেলেটিকে ধরে ধরে বােঝাতে হয় না।
এখানে আমি একটা উদাহরণ দিতে পারি,"মনে করুন একটি কাপল পার্কে গিয়েছে ঘুরতে। যেখানে স্বামী তার স্ত্রী থেকে ৫-৮ বছরের সিনিয়র। সেখানে একটি দোলনা আছে। দোলনাটাতে স্ত্রীর উঠে দোল খেতে খুব ইচ্ছা করছে।যখন এ কথাটি তার স্বামীকে জানায়.. তখন
তার স্বামী তাকে বলে, এখন দোল খেলে লােকে বলবে ভালােবাসার শাে অফ করছে। এভাবেই নিরবে ঘুচে যায় স্ত্রীর বিভিন্ন ইচ্ছা।"
উদাহরণ শেষে বলতে পারি যে,সমবয়সী কাপলগুলাের ইচ্ছাগুলাে
প্রায় একই রকমই হয়।
আসলে বিবাহে বয়স,উচ্চতা বা ওজন ততটা গুরুত্বপূর্ণ নয়,যতটা গুরুত্বপূর্ণ বােঝাপড়া বা বন্ধুত্ব।
কারণ বিবাহটি আপনি মানুষের সাথে করবেন. তার বয়স,উচ্চতা বা ওজনের সাথে নয়।
এক সমীক্ষায় দেখা গিয়েছে যে,যারা বিবাহের পূর্বে একে অপরের বন্ধু
ছিলাে.পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তারাই সব থেকে খুশি ও
আনন্দিত।
মূলত সম্পর্কে বয়স বিষয়টা কোনাে পাত্তা পায় না।
এজন্য সব থেকে যেটা বেশি জরুরি সেটা হলাে বন্ধুত্ব এবং মনের মিল।
যে আপনাকে বুঝতে পারবে এবং যার সাথে নির্দ্বিধায় সবকিছু Share করতে পারবেন.যদি এমন কেউ পেয়ে থাকেন তবে আপনাকে তাকেই
বিয়ে করা উচিত।🙂🖤🥀 

Comments

Popular posts from this blog

নাস্তিক কে?

কারো জন্য কারো জীবন থেমে থাকে না কথাটি সত্য নয়।

Blogger App এসে গেছে!