পুরুষ নাকি পশু?

প্রেমিকার বুকের স্তন তুমি খুবলে খেয়েছো🙂 তার পিঠে নখের দাগ বসিয়ে দিয়েছো🤨 সেখানে তুমি কেবলই দেখেছ কামুকতা আর লক লক করা নেশা☹️ 

অথচ তার অন্তর্বাসের নিচে শুধু স্তন না🙂 স্তনের নিচে চামড়ার ওপাশে একটা সুপ্ত হৃদপিন্ড থাকে❣️ সেটার খোঁজ নেওনি🤨 
তুমি একটু রেগে গেলেই তাকে "খানকি" বলে খিস্তি করো🙂 তার অভিমানে বুক ভাসিয়ে যখন কান্না করে তুমি তখন বলো "প্যান প্যানানী বন্ধ কর"☹️

অথচ তার চোখে কখনও মুগ্ধতা দেখো নি🙂 কখনও বলোনি ''চোখে কাজল দিলে তোমাকে পরি পরি লাগে"🥰

তুমি শুধু তার পরনের শাড়ি খুলতে শিখেছ🤨 অথচ কখনও নিজে শাড়ি পরিয়ে দেওনি🙂 শাড়ির কুচি ঠিক করতে গিয়ে তার নাভী স্পর্শ করে বলোনি "শাড়ি পরলে তোমাকে মায়াবতি লাগে"😍🙆

শরীর ব্যাতিত মানুষের একটা মন আছে🥰 সেই মনের মহে পড়ো❤️ ভালোবাসায় ভরে উঠবে তোমার জীবন🥀 #mdshahadath319 #Respect #WOMEN

Comments

Anonymous said…
অসাধারণ হয়েছে বস
Soha said…
Keep Growing Bro

Popular posts from this blog

নাস্তিক কে?

কারো জন্য কারো জীবন থেমে থাকে না কথাটি সত্য নয়।

Blogger App এসে গেছে!