পুরুষ নাকি পশু?
প্রেমিকার বুকের স্তন তুমি খুবলে খেয়েছো🙂 তার পিঠে নখের দাগ বসিয়ে দিয়েছো🤨 সেখানে তুমি কেবলই দেখেছ কামুকতা আর লক লক করা নেশা☹️
অথচ তার অন্তর্বাসের নিচে শুধু স্তন না🙂 স্তনের নিচে চামড়ার ওপাশে একটা সুপ্ত হৃদপিন্ড থাকে❣️ সেটার খোঁজ নেওনি🤨
তুমি একটু রেগে গেলেই তাকে "খানকি" বলে খিস্তি করো🙂 তার অভিমানে বুক ভাসিয়ে যখন কান্না করে তুমি তখন বলো "প্যান প্যানানী বন্ধ কর"☹️
অথচ তার চোখে কখনও মুগ্ধতা দেখো নি🙂 কখনও বলোনি ''চোখে কাজল দিলে তোমাকে পরি পরি লাগে"🥰
তুমি শুধু তার পরনের শাড়ি খুলতে শিখেছ🤨 অথচ কখনও নিজে শাড়ি পরিয়ে দেওনি🙂 শাড়ির কুচি ঠিক করতে গিয়ে তার নাভী স্পর্শ করে বলোনি "শাড়ি পরলে তোমাকে মায়াবতি লাগে"😍🙆
শরীর ব্যাতিত মানুষের একটা মন আছে🥰 সেই মনের মহে পড়ো❤️ ভালোবাসায় ভরে উঠবে তোমার জীবন🥀 #mdshahadath319 #Respect #WOMEN
Comments