বদনজর এর সত্যতা কি?
বদনজর সত্য
বদনজর সম্পর্কিত রাসূল (সাঃ) এর বিশেষ কিছু হাদীস,
⏩আমার জীবনে যে কথাটা সবচেয়ে বেশি অবিশ্বাস্য ছিলো, আজ তা বিশ্বাসে পরিনত হল।
কিছু হাদীস শুনুন:-
👉আল্লাহর ফয়সালা ও ভাগ্যের পরে আমার উম্মতের মারা যায় নজর লেগে [সহীহুল জামে:হাদীস নং-১২০৬]
👉বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌছে দেয় এবং উটকে পাতিলে
[সহীহুল জামে-৪১৪৪]
picture credit: unknown
👉যদি কোন কিছু ভাগ্যের লিখনকে অতিক্রম করতো,তাহলে বদনজরই করতো [ইবনে মাজাহ:৩৫১০]
👉তোমরা বদনজর থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো,কেননা বদনজর সত্য [ইবনে মাজাহ:৩৫০৮]
👉যখন কোন মানুষের নজর লাগে তখন সে...যদি কোন উঁচু স্থানেও থাকে তবুও সে বদনজরের কারনে নিচে পড়ে ধ্বংস হয়ে যেতে পারে [সিলসিলা ছহীহাহ:৮৮৯]
বদনজর থেকে বাঁচার উপায়:
রাসূল (সাঃ) বলেছেন,
যে, ব্যক্তি সকাল-বিকাল (সূরা-ইখলাস, সূরা-নাস,সূরা-ফালাক) পাঠ করে, তা তাকে যাবতীয় অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়ে যায়।
[আবু দাউদ-৫০৮২, তিরমীজি-৩৫৭৫]
©Copyright™ Fa Te Ma
Comments