সত্যিই কি চরিত্রের থেকে সৌন্দর্য উত্তম?
✓✓৬ ঘন্টায় ১৪ মিলিয়ন মানুষ দেখেছে পরিমনির লাইভ। লাইভে মেয়েটা সাহায্য চেয়েছে বারবার। কিন্তু কেউ এগিয়ে আসেনি। সাহায্যের জন্য কেউ আসেনি।
✓✓কি ভাবছেন? এখনো কি বুদ্ধির বিকাশ ঘটেনি? নাকি স্বীকার করতে চান না?
আমরা কেউই কারোর জন্য না। হাজার হাজার মানুষ রঙ তামাশা দেখবে। কিন্তু কেউ এগিয়ে আসবে না।
✓✓যে মেয়েটাকে তার সৌন্দর্যের জন্য মানুষ কিনে নিতে চায় কিংবা সব করতে পারে আজ তার সহায়তাও কেউ এগিয়ে আসেনি।
image copyright: google
✓✓কাকে ফলো করেন? কার মতও হতে চান? কি অনুপ্রেরণার আছে? কি আছে এখানে?
✓✓কার মতো জীবনযাপন চান? কি হবে এই আলিশান বাংলো কিংবা পাবলিসিটির?
✓✓আজ পরিমনির এই লাইভ কি প্রুফ করে দেয় না এগুলো সব তুচ্ছ। তার কমেন্ট বক্সের কমেন্টগুলো কি বলে না মানুষ সৌন্দর্যের পূজারী হলেও চরিত্র আর কীর্তি দেখে পাশে দাঁড়ায়।
✓যাদের কাছে নিজেকে খোলামেলা করে বিনোদন দিচ্ছেন কিংবা একদম নিম্ন পর্যায়ে চলে এসেছেন তারা কিন্তু প্রতি মুহূর্তেই বিনোদন খুঁজবে আপনার মাঝে। ব্যথায় কাতরালেও আবার দাঁত বের করে হাসলেও।
✓সংযত হোন।
✓✓সৌন্দর্য দেখিয়ে যদি সব জয় করা যেতো তাহলে আজ পরিমনি নিজের বাসায় থাকতো। ভিউয়ার্সরা প্রতিবাদ করতো। তার পাশে থাকতো। কিন্তু আফসোস সৌন্দর্য শুধু অবলোকন আর আর উপভোগ করার জিনিসই। আপন করার না।
Comments