অভিশাপ কি সত্যিই কাজে আসে?
অভিশাপ না করলে বা অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, যাকে “Revenge of Nature” বলে!
কোরআন-এর ভাষায় যেটা “কিফারাহ্”!
এ সম্পর্কে বেশ কয়েক বার বলা আছে কোরআনে। যেটা আমাদের বিশ্বাস করতেই হবে!
প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র!
কেউ আপনার জন্য যা করতে পারতো ওটা না করে উল্টা আপনাকে Blame দিলো যে আপনি ওটা করেন নাই, আপনাকে বাজে কথা বলেছে, মিথ্যা বলেছে আপনাকে নিয়ে, অন্যায় ভাবে কথার আঘাতে অপমানিত করেছে, আপনাকে ঠকাচ্ছে, কথার বাণে নিজের স্বার্থে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত!!
করুক না!! জরুরী না যে সব গুলোর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?
প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি পায়! কেউ আগে পায়! কেউবা কয়েকদিন পরে!
কিন্তু শাস্তি সে পাবেই – ইন শা আল্লাহ!!
সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না, সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি!!
কাউকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভুলে না, প্রকৃতি ক্ষমা করে না,কখনোই না!!
এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে অন্যায় করে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবেনা, কিন্তু তার ওই কষ্ট থেকে আসা "রুহের হায়" আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ সৃষ্টিকর্তা কাউকে ঠকান না, তিনি কারোর একার না। ধৈর্য ধারণ করুন, ধৈর্যের ফল অত্যন্ত মিষ্টি হয়।
"তোমরা বিনীতভাবে ও সংগোপনে তোমাদের
রব্বকে ডাকবে, তিনি সীমা লংঘনকারীদেরকে ভালবাসেন না"!!
[সূরা আরাফ: ৫৫]
Comments