ভালো মানুষের কদর নাই?
একটা বিষয় খেয়াল করেছেন কিনা?
একজন ছেলে যতই খারাপ হোক না কেন,
বিয়ের সময় ঠিকই একজন ভালো মেয়ে খুঁজে। আবার, একজন মেয়ে যতই খারাপ হোক না কেন, বিয়ের সময়, ঠিকই একজন ভালো ছেলে খুঁজে।
এমনকি পত্রিকায় “পাত্র/পাত্রী চাই” পাতায় বিজ্ঞাপন দিলেও সেখানেও ডাক্তার/ইঞ্জিনিয়ার/বিসিএস ক্যাডার/ইউরোপ প্রবাসীর জন্যও দীনদার-পরহেজগার পাত্র/পাত্রী চাওয়া হয়!
তাই, যারা বলে- “ভালো মানুষের দাম দুনিয়াতে নেই” তারা ভুল বলে থাকেন। দিন শেষে সুখী হওয়ার জন্য সবাই ঠিকই ভালো মানুষটাকে বেছে নিতে চায়। কারণ, জীবনে সুখী হতে চাইলে সবকিছুর আগে একজন ভালো জীবন সঙ্গিনী/সঙ্গীই বেশি প্রয়োজন। জীবন সঙ্গিনী/সঙ্গী খারাপ হলে সারা জীবনই বৃথা!
তাই বলবো- দিন শেষে ভালো মানুষেরই কদর বেশি। আমরা সেটা বুঝি না।
আর ভালো মানুষের মূল্যায়ন এই পৃথিবীর কেউ না করলেও, যিনি মানুষকে সৃষ্টি করছেন; তিনি করতে কখনো ভুল করেন না।
article rewritten by mdshahadath319
article collected from Gazi Mizanur Rahman
Comments