আমাদের শত্রু কে?

আপনি যদি ১০০ টি লাল পিঁপড়া এবং ১০০ টি কালো পিঁপড়া একসঙ্গে একটি জারের মধ্য রাখেন তবে কিছুই হবে না।

কিন্তু এবার যদি জারটি একটু ঝাকুনি দেন তবে লাল পিঁপড়াকালো পিঁপড়া একে অপরকে হত্যা করা শুরু করবে। 
লাল বিশ্বাস করবে কালো তার শত্রু।
আর কালো বিশ্বাস করবে লাল তার শত্রু

কিন্তু বাস্তবে শত্রু সেই ব্যক্তি যিনি জারকে নাড়িয়েছিলেন।

আমাদের সমাজেও এমন সত্য ঘটনা ঘটে। তাই একে অপরের সাথে লড়াইয়ের পূর্বে আমাদের নিজেদের জিজ্ঞাসা করতে হবে, 
কে জারকে নাড়িয়েছিলেন? 

Comments

Popular posts from this blog

নাস্তিক কে?

কারো জন্য কারো জীবন থেমে থাকে না কথাটি সত্য নয়।

Blogger App এসে গেছে!